Logo
×

Follow Us

বিনোদন

দ্য কেরালা স্টোরি: মুক্তির আগেই সমালোচিত যে সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১৪:২২

দ্য কেরালা স্টোরি: মুক্তির আগেই সমালোচিত যে সিনেমা

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার ডিজিটাল পোস্টার। ছবি: সংগৃহীত

ভারতে এক দশক ধরে প্রোপাগান্ডা সিনেমার নির্মাণ বেড়েছে। এসব সিনেমা মুক্তির আগে ও পরে প্রবল সমালোচনার মুখেও পড়ছে। গত বছর বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটির বিষয় নিয়ে ভারতের সুশীল সমাজ বারবার প্রতিবাদ জানিয়েছে। এবার এমন আরেকটি সিনেমা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কেরালায়।

সিনেমাটির নাম ‘দ্য কেরালা স্টোরি’, বানিয়েছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। আধ শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি অভিনীত সিনেমাটি চারটি ভাষায় মুক্তি পাবে ৫ মে।

বিতর্ক দানা বেঁধেছে এ সিনেমার গল্প নিয়ে। দ্য কেরালা স্টোরির ট্রেলারে দেখানো হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার নারীকে জোর করে ধর্মান্তরিত করে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তা-ই নয়, এতে সন্ত্রাসবাদীদের আস্তানা হিসেবে দেখানো হয়েছে কেরালাকে।

সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন। এ সিনেমার মাধ্যমে কেরালার ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তাঁর। তবে শুধু সিপিআইএম নয়, সিনেমাটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে সরব হয়েছে কংগ্রেসও। দলের সাংসদ শশী থারুর বলেন, ‘এ সিনেমার অনেকটাই মিথ্যে। এর ফলে সংখ্যালঘু শ্রেণির ভাবাবেগে আঘাত লাগতে পারে। ’ কেরালার মুসলিম বডির তরফ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। দ্য কেরালা স্টোরির মুক্তি আটকাতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। গতকাল সেই আবেদন খারিজ করেছেন আদালত।

তবে দ্য কেরালা স্টোরি নিয়ে সব ধরনের অভিযোগ অস্বীকার করছেন পরিচালক সুদীপ্ত সেন। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পর, মাসের পর মাস বিষয়টি নিয়ে পড়াশোনা করে তবেই সিনেমাটি বানিয়েছি। ’

প্রযোজক বিপুল শাহ বলেন, ‘কেরালা রাজ্যের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই। কোনো অবমাননাকর বিষয় আনা হয়নি সিনেমায়। এ সিনেমা সন্ত্রাসবাদীদের টার্গেট করে নির্মাণ হয়েছে, মুসলিমদের নয়। আমরা চাই, কেরালার মুখ্যমন্ত্রীও সিনেমাটি দেখুন। ’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫