Logo
×

Follow Us

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১১:৩০

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরী

পরীমণি। ছবি- ফেসবুক

বেশ কয়েকদিন অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি।

গতকাল বুধবার (১৭ মে) রাতে বাসায় ফিরেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আহ্ সুইট হোম!’। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ১৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সুস্থ হয়ে বাড়ি ফেরায় ‘আলহামদুলিল্লাহ্’ জানিয়ে শুকরিয়া আদায় করেছেন পরীমণির ভক্ত-অনুরাগীরা।

এর আগে, শনিবার (১৩ মে) নিজের ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘জ্বর ১০৩!’ খবরটি শুনেই কমেন্টবক্সে দ্রুত নায়িকার সুস্থতা কামনা করেছিলেন নেটিজেনরা।

প্রসঙ্গত, আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। এতে আরও অভিনয় করেছেন, রোবেনা করিম জুঁই, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫