Logo
×

Follow Us

বিনোদন

দেশের সকল সিনেমা হল বন্ধ ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ২২:১১

দেশের সকল সিনেমা হল বন্ধ ঘোষণা

কভিড-১৯ থেকে সুরক্ষায় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব সিনেমা হল। 

সোমবার (১৬ মার্চ) বিএফডিসিতে চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সিনে মাল্টিপ্লেক্সগুলো এর আওতার বাইরে থাকবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সারা দেশের প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বিএফডিসিতে প্রযোজক সমিতির সঙ্গে মিটিংয়ে বসেন প্রদর্শক সমিতির নেতারা। মিটিংয়ে দেশের কভিড পরিস্থিতি বিবেচনায় আনুষ্ঠানিকভাবে সিনেমা হল বন্ধের ঘোষণা দেয়া হয়।

এর আগে কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫