
পুরনো ছবি।
করোনা সংক্রমণের চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়েছেন তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন।
অস্ট্রেলিয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তারা।
গত সপ্তাহে তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এরপর কুইন্সল্যান্ডের ভাড়া বাসায় স্বেচ্ছা-কোয়ারেন্টাইনে যান টম ও রিটা।
এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন তারা। ছবিতে পপ আইকনের ম্যানেজারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে একাধিক অস্কারজয়ী অভিনেতার।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩৭৫ জনের মাঝে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে কুইন্সল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৬৮।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার এক নির্দেশনায় জানান, বিদেশ থেকে আসা সবাইকে ১৪ দিন স্বেচ্ছায় আইসোলেশনে থাকতে হবে। বিদেশি ক্রুজ লাইনারকে দেশটিতে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।