Logo
×

Follow Us

বিনোদন

মার্কিন রক তারকা টিনা টার্নার মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৯:২৩

মার্কিন রক তারকা টিনা টার্নার মারা গেছেন

টিনা টার্নার।

জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। টিনার প্রচার কর্মকর্তা বেরনার্ড ডোহার্টি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

খবরে বলা হয়েছে, বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা। তিনি ক্যানসার ও কিডনির জটিলতায়ও ভুগছিলেন। এছাড়া গত কয়েক বছরে তার স্ট্রোক হয়েছিল।

প্রসঙ্গত, গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান। তাদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল। স্বামীর সাথে বিচ্ছেদের পর আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গাইতে শুরু করে সফল হন। ওই সময় টিনাকে রক অ্যান্ড রোলের রানি বলা হতো। যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া টিনা আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫