নির্মাতা সৃজিত ও অভিনেত্রী মিথিলা। ছবি: সংগৃহীত
আগামী দুই মাসের মধ্যে ভেঙ্গে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার। কলকাতার প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার?
প্রতিবেদনে দাবি করা হয়, ভালোবাসায় ভাটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময়ও কাটান সৃজিত।
এই খবর এরইমধ্যে মিথিলার কানে পৌঁছেছে। গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।
তবে এই চাঞ্চল্যকর খবরে তেমন পাত্তা দিচ্ছেন না মিথিলা। শুটিংয়ে ব্যস্ততার ফাঁকে তিনি বললেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?
এর আগে, গত বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা ও ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি।
নির্মাতা সৃজিত ও অভিনেত্রী মিথিলা। ছবি: সংগৃহীত