
মাহফুজ আহমেদ।
জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ওটিটিতে নাম লিখছেন তিনি। হৈচৈ এর একটি কন্টেন্টে তাকে দেখা যাবে। খুব শিগগির এটির শুটিং শুরু হবে। এটির জন্য দীর্ঘ দিন ধরে বেশ প্রস্তুতিও নিচ্ছেন করবেন বলেও জানান এ অভিনেতা।
তার ভাষ্য, ওটিটির জন্য খুব শিগগির একটি কাজ করবো। তবে এটি নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না। কাজটি শেষ করেই সব জানাবো।
এদিকে দীর্ঘ সময় পর আবারো দর্শকের সামনে আসছেন তিনি। আসছে ঈদে মুক্তি পাবে রঙ্গন মিউজিক প্রযোজিত ও তার অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এরইমধ্যে এ সিনেমার ‘মেঘের নৌকা’ শিরোনামের গানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এছাড়া এ সিনেমায় তার মনা চরিত্রের লুকটিও সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রশংসা কুড়ায়।
সিনেমাটি নিয়ে মাহফুজ দারুণ আশাবাদী। তিনি বলেন, প্রহেলিকা মৌলিক-আধুনিক গল্পের সিনেমা। গল্পে টানটান উত্তেজনা আছে। সিনেমায় প্রত্যেক শিল্পীর মধ্যেও প্রতিযোগীতা ছিল কাজটি করার সময়। সুস্থধারার সিনেমা যাদের পছন্দ তারা এটি দেখবে বলে আশা করছি।