Logo
×

Follow Us

বিনোদন

মদ্যপ অবস্থায় দুর্ঘটনার শিকার গায়ক নোবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১৫:০৯

মদ্যপ অবস্থায় দুর্ঘটনার শিকার গায়ক নোবেল

মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। 

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। 

ঘটনার পরদিন গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। 

স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় বড়দিয়ায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। ওই অবস্থায় আমাদের স্থানীয় মানুষজন পানি ঢেলে কোনোরকম সুস্থ করে তাকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়ে দেয়।

কয়েক দিন আগেই অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।

জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই। তবে কিছুদিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫