Logo
×

Follow Us

বিনোদন

কাজী মারুফ করোনায় আক্রান্ত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৪৩

কাজী মারুফ করোনায় আক্রান্ত

চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এ খবর নিশ্চিত করেছেন মারুফের বাবা খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ। 

কাজী হায়াৎ জানান, মারুফ সস্ত্রীক নিউ ইয়র্কে আইসোলেশনে আছেন। 

তিনি বলেন, ‘ ২৭ মার্চ তাদের পরীক্ষা করা হয়। আর এতে করোনা পজিটিভ এসেছে। এখন তারা নিউইয়র্কের বাসায় আইসোলেশনে আছে। তবে তাদের দুটি সন্তান সুস্থ আছে। বাচ্চা দুটিকে আলাদা রাখা হয়েছে।’

আগামী ১ এপ্রিল তাদের দেশে আসার কথা ছিলো। কিন্তু আপাতত তা হচ্ছে না।

কাজী হায়াৎ আরো বলেন, ‘সেখানে মারুফের মামা আছেন। কিছুদিন আগে ওর শ্বশুর, শাশুড়ি ও আমাদেরও যাওয়ার কথা ছিলো। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। আগামী ১ অথবা ২ এপ্রিল  ওদের (মারুফের পরিবার) ফেরার কথা ছিলো।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫