Logo
×

Follow Us

বিনোদন

ওটিটিতে ‘অশ্লীলতা’ প্রসঙ্গে যা বললেন তমা মির্জা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১২:১১

ওটিটিতে ‘অশ্লীলতা’ প্রসঙ্গে যা বললেন তমা মির্জা

তমা মির্জা। ছবি: সংগৃহীত

ইদানীং টেলিভিশন কিংবা সিনেমা হলের চেয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টারসহ অন্যান্য ওটিটি প্লাটফর্মেই মুখ গুঁজে বসে থাকতে দেখা যায় এখনকার দর্শকদের।

আর এ কারণে এসবের সঙ্গে মিল রেখে দেশীয় ওটিটিগুলোতে এখন অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ কিছু দর্শকের। 

তবে  বিষয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা ওটিটির অশ্লীলতা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। 

তিনি বলেন, আমরা সবসময় আক্ষেপ করেছি— আমাদের কাজগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কেন হয় না, এ নিয়ে। এখন বিদেশি দর্শকদের কথা মাথায় রেখেই আমাদের ওটিটিতে কাজ হচ্ছে। আবার সেখানে আমাদের দেশীয় গল্পও তুলে ধরা হচ্ছে।

তমা মির্জা আরও বলেন, কোনটা অশ্লীল বা অশালীন, এটা যার যার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। চরিত্রে আর গল্পের খাতিরে আমাদের যতটুকু করতে হয় আমরা করি। দর্শকদেরও উচিত বিষয়গুলোকে গল্পের আনুষঙ্গিক বিষয় হিসেবেই দেখা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫