Logo
×

Follow Us

বিনোদন

বহুমুখী প্রতিভায় হামজা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৫

বহুমুখী প্রতিভায় হামজা

কণ্ঠশিল্পী শাহ হামজা। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী শাহ হামজা। একজন সৃজনশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি। তার গিটারের সুর হৃদয় শিহরিত করে। তার বহুমুখী ব্যক্তিত্ব তার বিভিন্ন আগ্রহ, প্রতিভা এবং উৎসবের প্রত্যয়ন করে। তার রীতিনীতি, বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাল রাজ্যের জমিদার এবং সওদাগরদের সঙ্গে জড়িত, তার নবীনতার চেষ্টা এবং কৌশলগত চিন্তায় বিবর্তন করে। মুগ্ধকর সংগীত তৈরি করা, চোখ বিজয়ী গল্পমালা তৈরি করা, প্রযুক্তির সীমানা ছাড়ায় তার যাত্রা তার সীমাবিভাবনা ক্ষমতার প্রতিধ্বনি করে।

 হামজা অতীতের সংস্কার, বর্তমানের উপাদান এবং ভবিষ্যতের সম্ভাবনার পরিচয় দিয়ে একটি বিস্তৃত কাঠামো তৈরি করেন। সৃজনশীল ক্ষেত্রে তার যাত্রা একটি অভিনব সৃজনশীলতার প্রতীক হিসেবে স্বীকার করা হয়, যা একজন সামান্য মানুষকে একটি প্রভাবশালী চিন্তাবিদে পরিণত করে। একজন সাহিত্যিক, সংগীত শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, ক্রিপ্টোকারেন্সি ও জায়গা বিনিয়োগকারী হিসেবে তার অবদান সত্যিই অনুপ্রেরণা। 

শাহ হামজা এমন একজন ব্যক্তি যার জীবন নিজের কর্ম এবং আচরণের মাধ্যমে অন্যদের প্রেরণা দেওয়ার ব্যাপারে বিশ্বাসী। সব কিছুর মধ্যে হামজা সংগীত শিল্পী হিসেবেই বেশ পরিচিত। গেল ঈদে প্রকাশ হয় তার ‘ছেড়ে দিলে হাত’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা সুর ও সংগীত পরিচালনা করেছেন হামজা নিজেই। সাউন্ড ও মিক্স মাস্টার করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানচিত্রটি পরিচালনা করেছেন নাহিন আহসান। এতে শিল্পীর সঙ্গে মডেল ছিলেন তানিয়া আক্তার হৃদি। এটি শিল্পীর শাহ্ হামজা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। গানটি ছাড়া এ কণ্ঠশিল্পীর একটি বই প্রকাশ হয়। অ্যামাজন প্রাইম প্রকাশ করে তার ‘উইসপারস ওফ ফরয়েভার’ বইটি।

প্রসঙ্গত, নব্বই দশকে শাহ্ হামজা গান শুরু করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ মোট ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’ ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘পাগল’।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫