Logo
×

Follow Us

বিনোদন

ছয় ভাষায় শাকিবের নতুন সিনেমা

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১৯:৫৭

ছয় ভাষায় শাকিবের নতুন সিনেমা

শাকিব খান। ছবি: সংগৃহীত

গেল ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রেকর্ড গড়েন ঢালিউড কিং শাকিব খান। এ সিনেমার ব্যাপক সাফলে তিনি পারিশ্রমিকও বাড়ান। এরমধ্যে আগামী ২০ অক্টোবর শুরু করবেন নতুন সিনেমার শুটিং। অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেতা।

এদিকে শুটিং শুরুর আগেই প্রকাশ্যে আসছে প্যান ইন্ডিয়ান এই সিনেমার চমকপ্রদ সব তথ্য।

এবার জানা গেল, আগামী বছর ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে দরদ। আর এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা অনন্য মামুন। 

তিনি বলেন, দরদের শুটিং শুরু ২০ অক্টোবর। নভেম্বরের মাঝেই শুটিং শেষ। ৬টি ভাষায় ২৪টি দেশে এক সঙ্গে মুক্তি পাবে এটি। মুক্তির তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৪।

উল্লেখ্য, এর আগেও বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে। ২০১৬ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুনভাবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরপর কাজ করেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায়। শুধু যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে সিনেমা বানিয়েছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েলসহ অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫