Logo
×

Follow Us

বিনোদন

ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪৫

ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

মিউজিক ভিডিও। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানটির শিরোনাম স্মৃতির দরজায়। 

জামাল হোসেনের কথায় এটির সুর করেছেন পঞ্চম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। 

এতে ফাহমিদা নবীর সঙ্গে আরও দেখা যাবে নেয়ামত, আসাদ ও স্বর্ণাকে। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। 

গানটি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুনী শিল্পী। তার অনেকগুলো গান শ্রোতাদের কাছে বেশ প্রিয়। আমি নিজেও তার কয়েকটি গানদারুণভাবে পছন্দ করি। আমাদের দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন তাদের মধ্যে তিনিও একজন। তার জন্য এমন একটি গান করতে পেরে ভালো লাগছে।

ফাহমিদা নবী বলেন, প্রায় সময় নতুন গানের জন্য প্রস্তাব আসে। কিন্তু কথা ও সুর অনেক গানেরই পছন্দ হয় না। তবে এ গানটির কথাগুলো আমার মনে দারুণ ভাবে দাগ কেটেছে। আর পঞ্চম কথার সঙ্গে সমন্বয় করে সুরও করেছে। গানের সঙ্গে দর্শক-শ্রোতারা সুন্দর একটি ভিডিও দেখতে পাবে।

প্রসঙ্গত, বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকবি জামাল হোসেন। চলতি বছরে তার কথায় ইমরানের ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’ ও মিলন-কোনালের ‘পাইনা তোকে’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫