গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আজকের অনুষ্ঠানসূচি

সিনিয়র রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১৩:০৫

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ফাইল ছবি
টানা ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে শনিবার (১৪ অক্টোবর) উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।
উন্মুক্ত মঞ্চে শিশু সংগঠন দিনিয়া সবুজ কুঁড়ি কচি-কাঁচার মেলা পরিবেশনা করবে। দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরসাগর ললিতকলা একাডেমি, রংধনু ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী, দলীয় আবৃত্তি পরিবেশন করবে ত্রিলোক বাচিক পাঠশালা ও শ্রুতিঘর, দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যাক্ষ, পথনাটক পরিবেশন করবে মানস নাট্যাঙ্গন।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনার নাটক পীরচানের পালা। এটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।
স্টুডিও থিয়েটার হলে অনিক (ভারত) প্রযোজনায় মঞ্চস্থ হবে ভালোবাসা। এটি রচনা করেছেন সুদীপ্ত ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অরূপ রায়।
বাংলাদেশ মহিলা সমিতিতে সময় প্রযোজনায় মঞ্চস্থ হবে ভাগের মানুষ। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ। পর্ষদের প্রচার উপ-পরিষদ সদস্য সচিব তারেক আলী মিলন এ তথ্য জানিয়েছেন।