গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের মঙ্গলবারের অনুষ্ঠানসূচি

সিনিয়র রিপোর্টার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৪:২১

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ফাইল ছবি
১২ দিনব্যাপী আয়োজিত দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর সমাপনী দিনে মঙ্গলবার (১৭ অক্টোবর) উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।
এদিন উন্মুক্ত মঞ্চে বাউল শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করবেন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফা প্রযোজনায় নৃত্যনাট্য নকশীকাঁথার মাঠ মঞ্চস্থ হবে।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলা থিয়েটার প্রযোজনায় নীলদর্পন মঞ্চস্থ হবে। এটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে বাকশিল্পাঙ্গনের প্রযোজনায় আবৃত্তি সবার উপরে মানুষ সত্য ও উঠোন সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের প্রযোজনায় গীতিআলেখ্য সবার উপরে মানুষ সত্য পরিবেশিত হবে।