Logo
×

Follow Us

বিনোদন

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলি জনপ্রিয় গায়িকা গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ২০:১৫

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলি জনপ্রিয় গায়িকা গ্রেপ্তার

দালাল আবু আমনেহ। ছবি- সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করায় গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি গায়িকা দালাল আবু আমনেহকে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবৃতিতে জানানো হয়, চলমান যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে জনপ্রিয় গায়িকা দালাল আবু আমনেহকে গত সোমবার আটক করা হয়েছে। তাকে উত্তর ইসরায়েলের নাজারেথ শহর থেকে গেপ্তার করা হয়। 

ইসরায়েলি পুলিশের দাবি, আরব সমাজের প্রভাবশালী এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি। 

প্রথমে তাকে আটক করে থানায় আনা হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়। আমনেহ একটি দাতব্য সংস্থায় কাজ করতেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন।

পোস্টে তিনি লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫