Logo
×

Follow Us

বিনোদন

নীলকন্ঠ এবং সিজে রেসির ‌‘তারায় করে ঝিকিমিকি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৪১

নীলকন্ঠ এবং সিজে রেসির ‌‘তারায় করে ঝিকিমিকি’

গানের ভিডিওতে সিজে রেসি।

বাংলা ঐতিহ্যের মিশ্রনে লোক সুরে সংগীত যুগল নীলকণ্ঠ এবং সিজে রেসি সম্প্রতি ‘তারায় করে ঝিকিমিকি’ টাইটেলে একটি পপ ফোক গানের ভিডিও প্রকাশ করেছেন। সময়ের আদলে সাজানো গানটির সংগীত আয়োজক নীলকণ্ঠ নিজেই। পপ ফোক ধাঁচের এ গানের কথা ও সুর সংগৃহীত।

নীলকণ্ঠ বলেন, বাংলার লোক সুরের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই মূলত সময় উপযোগী করে গানটির সংগীত আয়োজন করেছেন। তিনি মনে করেন, পশ্চিমা সংগীতের সংমিশ্রনে লোক ধাঁচের এ গানটি প্রজন্মের অনুভূতিতে নতুন প্রতিধ্বনি হয়ে বাজবে। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে নীলকণ্ঠের নিজস্ব ইউটিউব চ্যানেল।

নীলকণ্ঠ বলেন, ‘তারায় করে ঝিকিমিকি’ গানটির পরিবেশনা শুধুই গান নয় আসলে এটি একটি উৎসবের উদযাপন। এই প্রথম লোক সুরের সাথে র‌্যাপ সংগীতের সংমিশ্রণ শ্রোতাদেরকে সংগীতের নতুন দিগন্তে মাতাবে। গানটিতে র‌্যাপ গেয়েছেন বর্তমান সময়ের প্রতিভাবান শিল্পী আরাফাত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫