Logo
×

Follow Us

বিনোদন

৩৩ বছর পর অমিতাভ-রজনীকান্ত জুটি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৮:৪০

৩৩ বছর পর অমিতাভ-রজনীকান্ত জুটি

সিনেমার শুটিংয়ে অমিতাভ-রজনীকান্ত। ছবি- সংগৃহীত

একজন বলিউড শাহেনশাহ, অন্যজন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার। দীর্ঘ ৩৩ বছর পর আবার তারা একসঙ্গে অভিনয় করছেন ‘থালাইভার ১৭০’ সিনেমায়।

অমিতাভ বচ্চন ও রজনীকান্ত বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সবশেষ তাদের দেখা গেছে ১৯৯১ সালে 'হাম' সিনেমায়। 

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার থেকে একসঙ্গে কাজ শুরু করেছেন এই দুই মহাতারকা।

রজনীকান্ত নিজের টুইটার ক্যাপশনে লিখেছেন, ৩৩ বছর পর, আমি আবার কাজ করছি আমার মেন্টর শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে। ‘থালাইভার ১৭০’ সিনেমাটি পরিচালনায় রয়েছেন টি জে জ্ঞানাভেল। আনন্দে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে।

অমিতাভ তার ব্যক্তিগত ব্লগ পোস্টে লিখেছেন, আজ থেকে নতুন একটি প্রজেক্ট শুরু হলো রজনীকান্তের সঙ্গে। কর্মক্ষেত্রে আবার একসঙ্গে কাজ, অনেক বছর পর সুযোগ এলো।' 

গত মার্চে ‘থালাইভার ১৭০’ সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা। এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫