Logo
×

Follow Us

বিনোদন

আমার পোশাক নয়, ডিপজলের মনটাই অশ্লীল: ইধিকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:৩৫

আমার পোশাক নয়, ডিপজলের মনটাই অশ্লীল: ইধিকা

ইধিকা পাল। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ঢালিউডে বেড়েছে ভারতীয় নায়িকাদের উপস্থিতি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কয়েক দিন আগে ইধিকা পালের পোশাক নিয়ে মন্তব্য করেন ডিপজল। এই অভিনেতা ও প্রযোজকের ভাষ্য, ‘বিগত সময়ের কাজগুলোতে ইধিকা যে পোশাক পরেছে, ওই ড্রেস মানুষ পরে না। এখানে এসে বোরকা পরলে কি সাজবে? সাজবে না। আমার মনে হয়, সে যে ধরনের ড্রেস পরে ইন্ডিয়াতে শট দিয়েছে, সে ওখানে থাকলেই ভালো করবে। বাংলাদেশে এসে বোরকা না পরা বেটার।’

ডিপজলের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার অভিনেত্রী ইধিকা। ডিপজলের মন্তব্যের বিরোধিতা করে ইধিকা বলেন, ‘উনি (ডিপজল) বড় মাপের মানুষ। আর আমি মাত্র ইন্ডাস্ট্রিতে এসেছি। তাঁকে আলাদা করে কিছু বলার নেই আমার। তবে একটা প্রশ্ন আছে তাঁর কাছে।

উনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি। প্রশ্নটা হলো, অশ্লীল কোনটা? আমি এখন পর্যন্ত যে কটি কাজ করেছি, সেখানে কোনো অশ্লীলতা আছে বলে মনে হয় না। জানি না, কেন উনার এমনটা মনে হলো। আরেকটা কথা বলতে চাই, অশ্লীল শুধু মানুষের পোশাকই হয় না, মানুষের মনটাও হয়। পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ।’

একটি প্রামাণ্যচিত্রের শুটিংয়ের কাজে গত শুক্রবার ঢাকায় এসেছেন ইধিকা। পাশাপাশি অংশ নিয়েছেন কয়েকটি ইভেন্টে। গতকাল এমন একটি অনুষ্ঠানে সাংবাদিকেরা তাঁকে ডিপজলের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করলে এসব বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার পোশাক নয়, বরং ডিপজলের মনটাই অশ্লীল।’

কলকাতার সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করা ইধিকার রুপালি পর্দায় অভিষেক হয়েছে বাংলাদেশের সিনেমা দিয়ে। গত ঈদে মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় ইধিকার অভিনয় প্রশংসিত হয়েছে।

দুই বাংলার নির্মাতারাও আগ্রহী হচ্ছেন তাঁকে নিয়ে। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তাঁর। এ বিষয়ে ইধিকা বলেন, ‘এখনো এ সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। চিত্রনাট্য পড়ছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কাজটি করার সম্ভাবনা আছে।’

কবি সিনেমায় প্রথমে শাকিব খানের অভিনয় করার কথা ছিল। শাকিব সরে দাঁড়ালে শরিফুল রাজকে নিয়ে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। চলতি বছরেই কবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫