
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হলিউড অভিনেত্রী লি ফিয়েরোর (৯১) মৃত্যু হয়েছে।
পিপল ডটকম জানায়, রবিবার ফিয়েরো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘জস’ সিনেমায় হাঙরের আক্রমণের শিকার এক ব্যক্তির মায়ের চরিত্রে অভিনয় করেন লি ফিয়েরো। একটি দৃশ্যে বিপদসংকুল সৈকতে মানুষকে সাঁতারের অনুমতি দেয়ায় পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে।
লি ফিয়েরো থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন অনেক বছর। ওয়ার্কশপ পরিচালনাসহ নানা কাজ করেন তিনি।
২০১৭ সাল থেকে ফিয়েরো ওহাইও-তে পরিবারের সঙ্গে অবসর যাপন করছিলেন। সম্প্রতি তার শরীরে করোনার লক্ষণ ধরা পড়ে এবং অবশেষে তার মৃত্যু হয়।