Logo
×

Follow Us

বিনোদন

তিশাকে নিয়ে যত গুঞ্জন

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১১:২০

তিশাকে নিয়ে যত গুঞ্জন

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মিডিয়ায় এখন সব থেকে বেশি চর্চিত তিনি। গেল ১৬ নভেম্বর মধ্য রাতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ওঠে। বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করার জন্য ঘুমের ওষুধ খান তিনি। তবে হাসপাতাল থেকে ফিরে তিশা বিষয়টি স্বীকার করেননি।

ফেসবুক পোস্ট ও লাইভে এসে তিনি দাবি করেন, ফুড পয়জনিং হয়েছিল তার। সেই সঙ্গে মানসিক চাপে ছিলেন। তাই অন্য ওষুধের সঙ্গে স্লিপিং পিলও খান। কিন্তু তিশার বিষয়টি এখানেই থেমে নেই। অনেকেই বলেন, অভিনেত্রী নিজেই জলঘোলা করেন। তার ফেসবুক পোস্টে তিনি ফারহানকে মেনশন করেন। তখনই এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় শুরু হয়। গুঞ্জনকেই অনেকে সত্য বলে মন্তব্য করেন।

এদিকে অভিনেত্রী এমন গুঞ্জনের সংবাদে সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকের ‘দেখে নেওয়া’র হুমকিও দিয়েছেন তিনি। এ নিয়ে তিনিও সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদের মুখে পড়েন। এমনকি পরবর্তী সময়ে তিশা ফেসবুকে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্টও দিয়েছেন। তিশার এমন বিতর্ক এটাই নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এর আগে জনপ্রিয় শিল্পী হাবিবের সঙ্গে প্রেম করে সব থেকে বেশি আলোচনায় আসেন এ গ্ল্যামারকন্যা। তার কারণে হাবিবের সংসার ভাঙে বলেও সে সময় বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। যদিও বরাবরের মতো তখনো তিশা এটিকে সত্য বলে মানতে নারাজ ছিলেন। এদিকে হাবিরের সঙ্গে সেই সম্পর্কের একটি অডিও ফাঁস হলো সম্প্রতি। যেখানে তিশাকে হাবিবের স্ত্রী রেহানের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানে তিশা নিজেকে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন। দুই বছর আগে জনপ্রিয় অভিনেতা অপূর্বর ডিভোর্স হয়। এ সময় এ অভিনেতার সঙ্গে তিশা জুটি বেঁধে নিয়মিত অভিনয় করতেন।

গুঞ্জন আছে তিশার কারণেই অপূর্বর সংসার ভাঙে। এমনকি অভিনেতা জোভানের সঙ্গেও তিশার প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন আছে। শোবিজের অনেকে জানান, তিশা বরাবরই বিতর্কের মধ্য দিয়েই তার ক্যারিয়ার গড়ে তুলেছেন। যখন যার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তখন তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫