Logo
×

Follow Us

বিনোদন

কাকে বিয়ে করছেন পরমব্রত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৬:১৪

কাকে বিয়ে করছেন পরমব্রত

পরমব্রত চট্রপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বিয়ে করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্রপাধ্যায়। আর সেটা আজই। সংগীত পরিচালক ও গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করছেন তিনি। তবে এই বিয়েতে খুব বেশি জন নেই অতিথির তালিকায়।

পরমব্রত এখন টলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন। শুধু টলিউডে বললে ভুল হবে। কারণ, তিনি হিন্দিতেও সমান তালে কাজ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি, তিনি পরিচালক-প্রযোজকও।

অন্য দিকে, পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী। পরমব্রতের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সকলের খুব আগ্রহ।

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেসব নিয়ে খুব বেশি লুকোছাপা করেননি। পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি শুরু থেকেই ছিলেন সাবধান।

পিয়া অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাদের সংসার ভেঙে যায় ২০২১ সালে। সংসার ভাঙার পর দু’জনেই যৌথ ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সে সময়ই খবর রটেছিল, পরমব্রতের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫