
অভিনেত্রী নওরীন হাসান জেনি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান জেনি। কয়েক বছরের বিরতির পর আবারও তিনি অভিনয়ে নিময়িত হচ্ছেন। এদিকে এবার বড়পর্দায় আসছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে তার ‘শ্যামা কাব্য’ সিনেমাটি। বিরতি-অভিনয় ও নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন এন ইসলাম।
আপনার অভিনীত প্রথম সিনেমা নিয়ে জানতে চাই...
গেল ২৪ নভেম্বর ‘শ্যামা কাব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। এটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অনেক দিন অপেক্ষার পর এমন একটি সিনেমা পেয়েছি।
মাঝে অভিনয়ে বিরতি নিয়েছেন। ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কী ভেবে?
করোনাকাল থেকে আমি পুরো ক্যামেরা-শুটিং থেকে দূরে ছিলাম। সে সময় কাজের ব্যাপারে পরিবারের মানা ছিল। সংসার নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু একটা সময় লক্ষ করলাম দিনের একটা নির্দিষ্ট সময় পর সংসারে আমার তেমন আর কাজ থাকে না। আমি কাজে ফেরার জন্য মনস্থির করি। ঠিক সে সময় সৌদ ভাই সিনেমাতে কাজ করার প্রস্তাব দেন। আমিও কাজটি করার জন্য আগ্রহী হই।
আগেও আপনি সিনেমার প্রস্তাব পেয়েছেন। কিন্তু কেন কাজ করেননি?
আমি মাত্র ১৪ বছর বয়সে প্রথম সিনেমার প্রস্তাব পাই। আমাদের গুণী নির্মাতা মতিন রহমান আমাকে প্রথম একটি সিনেমা করার জন্য প্রস্তাব দেন। সেটি ছিল একটা তামিল সিনেমার বাংলা। আমিসহ আমার বাবা সিনেমাটি দেখেছিও। কিন্তু বয়সে আমি অনেক ছোট ছিলাম। এ রকম কাজের জন্য প্রস্তুত ছিলাম না। তাই সে সময় আর সিনেমাতে কাজ করা হয়নি। অবশেষে এবার সিনেমায় নাম লেখালাম।
নাটকের শিল্পীদের নিয়ে মূল ধারার সিনেমার মানুষেরা নানা রকম মন্তব্য করেন। এটিকে আপনি কীভাবে দেখেন?
মূল ধারার সিনেমার মানুষেরা মনে করেন যাকে নিয়মিত দর্শক ফ্রিতে টেলিভিশনে দেখেন, দর্শক টাকা দিয়ে তার সিনেমা দেখবে না। এটা একটা সময় সত্যও ছিল। তবে এখন আগের মতো সেই পরিস্থিতি নেই। সিনেমার গল্পে অনেক পরিবর্তন এসেছে। এখানে দর্শক এখন শিল্পীর চেয়ে গল্পকে বেশি গুরত্ব দিয়ে থাকেন।
নাটকে গল্প ও নির্মাণে অনেক পরিবর্তন এসেছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?
এখনকার নাটকগুলোকে আমার কাছে দুই রকম মনে হয়। কিছু নাটক দেখে চোখে আরাম পাই না। অশ্লীল সংলাপ থাকে সেগুলোতে। আবার কিছু নাটকের গল্প একই রকম প্রেম ভালোবাসার। গল্পে বৈচিত্র্য কম।
নতুন এ যাত্রায় নিজেকে কতটা প্রস্তুত করে এসেছেন?
আমি সব সময় প্রস্তুত থাকি। ভালো কাজ পেলে সেটি করতে কোনো সমস্যা নেই। আমি অনেক অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে আছি। এখানে কাজের প্রতি মনোযোগী হওয়াটাই আসল। শুধু কাজ করার জন্য কাজ করলে সেটি খুব বেশি দর্শক গ্রহণ করে না।
সিনেমার বাইরে নতুন কোনো কাজ করেছেন?
এরই মধ্যে নির্মাতা রুলিন রহমানের ‘মায়ার বাঁধন’ শিরোনামের একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন। এছাড়া ডিসেম্বরেই নতুন বড় একটি প্রজেক্ট নিয়ে আসছেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের শর্তের কারণে সে কাজটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না।