
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন
এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ খবর জানিয়েছেন।
তিনি গতকাল মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, ‘দুই প্রজন্ম ধরে একনাগাড়ে কাজ করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। বিনোদনের জগতে তিনি এক অনন্য ব্যক্তিত্ব। সেই কারণেই তাঁর নাম দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম মনোনীত করায় পুরো দেশ ও আন্তর্জাতিক মহল খুব খুশি’।
ই অনন্য সম্মানের জন্য বিগ বি-কে অভিনন্দনও জানান কেন্দ্রীয় মন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকর, রজনীকান্ত প্রমুখ।
‘ফাদার অব ইন্ডিয়ান সিনেমা’র নামাঙ্কিত চলচ্চিত্র জগতের এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে চলেছেন ভারতীয় বিনোদন দুনিয়ার ‘ফাদার ফিগার’ অমিতাভ বচ্চন বলে আনন্দবাজার পত্রিকার খবর।
অমিতাভের আগে এই সম্মানে ভূষিত হয়েছেন বিনোদ খন্না, শশী কাপুর, প্রাণ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। এর আগে অমিতাভ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ পেয়েছেন। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লেজিয়ঁ দ্য’নর-ও পেয়েছেন তিনি। এবার ৭৭ বছরে পা দেওয়ার আগে দাদাসাহেব ফালকে সম্মান পেতে চলেছেন অভিনেতা।
‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে শুরু হওয়া জার্নি পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটে চালিয়ে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা। ঘোষণা শুনেই অভিষেক বচ্চনের টুইট, ‘ওভারজয়েড অ্যান্ড সো সো প্রাউড!’