
পূজা ব্যানার্জি।
টানা নয় বছর ধরে প্রেম করে ২০১৭ সালের ১৬ আগস্ট বাগদান সম্পন্ন করেন অভিনেত্রী পূজা ব্যানার্জি ও কুণাল বর্মা। আগামী ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন সাত পাকে বাঁধা পড়ার কথা ছিলো তাদের। কিন্তু করোনার আতঙ্কে সেই তারিখ পিছিয়ে গেলো।
পুরো ভারতজুড়ে এখন লকডাউন চলছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বর্তমান পরিস্থিতি বাড়ানোর কথাও শোনা যাচ্ছে। তাই বিয়ে আপাতত স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছেন পূজা ও কুণাল।
এক সাক্ষাৎকারে পূজা বলেছেন, 'আশা করছি ১৫ এপ্রিল আমরা বিয়ের রেজিস্ট্রেশনটা অন্তত সেরে ফেলতে পারবো। তবে সেটাও নির্ভর করছে লকডাউন পরিস্থিতির উপর। সেদিন সম্ভব না হলে আরো ১০ দিন পিছিয়ে দেবো। দেখা যাক, এখন পরিস্থিতি কোন দিকে এগোয়, সেভাবেই সিদ্ধান্ত নেবো।'
অনেক আগে থেকে প্রেম করলেও, অন্যান্য জুটির মতো তারা এই বিষয়ে কখনো মুখ খোলেননি। পূজা বারবার বলেছেন কুণাল বর্মা তার ‘ভাল বন্ধু’।