Logo
×

Follow Us

বিনোদন

কলকাতার সিনেমায় বুবলি

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:২২

কলকাতার সিনেমায় বুবলি

শবনম বুবলি। ছবি: সংগৃহীত

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরেই সিনেমায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী বুবলি। তবে তারা দুজন এখন আর সিনেমা করছেন না। পর্দার প্রেম থেকে বাস্তবেও তাদের প্রেম-বিয়ে হয়। ব্যক্তিগত জীবনেও দুজন এখন আর এক সঙ্গে নেই। 

শাকিবের গন্ডি থেকে বের হয়ে অভিনেত্রী এরইমধ্যে নিরব, রোশান, মাহফুজ আহমেদ ও আদর আজাদের সঙ্গে পর্দায় আসেন। এবার দেশের বাইরের সিনেমাতেও দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অভিনেত্রী নিজেই এটি জানান।

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন এ গ্ল্যামারকন্যা। সিনেমার নাম ‘ফ্ল্যাশব্যাক’। সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। 

ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।’ 

এদিকে বুবলি বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এছাড়া ‘দেয়ালের দেশ’, ‘মায়া : দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় তার বেশ কয়েকটি সিনেমা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫