Logo
×

Follow Us

বিনোদন

কে হচ্ছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬

কে হচ্ছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনার

ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ছবি- সংগৃহীত

ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে অংশ গ্রহণে ইচ্ছুকরা নিচ্ছেন জোর প্রস্তুতি। এরইমধ্যে নতুন একটি প্রশ্ন উঁকি দিয়েছে সবার মাথায়। কে হচ্ছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার? 

আজ ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। তবে এবার পদটিতে আনা হচ্ছে না গতবারের নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে। কেননা স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৭টি সংগঠন। সে সময় তারা জানায়, পীরজাদা হারুনকে চলচ্চিত্রের কোনও কাজে রাখা হবে না। 

এদিকে এবার সম্ভাব্য নির্বাচন কমিশনারের তালিকায় নাম রয়েছে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরুসহ আরও কয়েক জনের। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই জানা যাবে এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে দায়িত্ব পালন করছেন।

গত মেয়াদের নির্বাচনে মোহাম্মদ হোসেন আপিল বিভাগের সদস্য ছিলেন। কেউ কেউ বলছেন, এবার তিনিই হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে শেষ পর্যন্ত কী হচ্ছে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫