Logo
×

Follow Us

বিনোদন

অসুস্থ মেয়ে ইলহামের জন্য দোয়া চাইলেন তিশা

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১

অসুস্থ মেয়ে ইলহামের জন্য দোয়া চাইলেন তিশা

মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও তাদের মেয়ে ইলহাম। ফাইল ছবি

আবারও দুঃসংবাদ ফারুকী-তিশার পরিবারে। একমাত্র মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে মেয়ের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। তিশা লিখেছেন, আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।

স্ট্যাটাসের সঙ্গে ইলহামের হাতের একটি ছবি দিয়েছেন তিশা। ছবিতে ইলহামের হাতে ক্যানুলা দেখা গেছে। তবে ইলহামের আসলে কী হয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা কেমন এবং কোথায় আছেন এসব কিছুই জানাননি তিশা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫