Logo
×

Follow Us

বিনোদন

কোনো বাঁধনে বাঁধা গেল না তাকে...

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৯:২৫

কোনো বাঁধনে বাঁধা গেল না তাকে...

জনপ্রিয় ব্যান্ড তারকা খালিদ।

‘কোনো বাঁধনে বাঁধা তো গেল না তাকে’,  ‘সে যে হৃদয়পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষেই’ গানের মতোই হারিয়ে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা খালিদ। ১৮ মার্চ রাত ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে দারুণ শোকের ছায়া নেমে আসে।

এ ব্যান্ড তারকা গান গাওয়া শুরু করেন ১৯৮১ সালে। পুরোপুরিভাবে শুরু হয় ৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডের সঙ্গে। তাকে বলা হতো নব্বইয়ের দশক বা তারপর পর্যন্ত মিক্স মাস্টার। কারণ তখন কোনো মিক্স অ্যালবাম প্রকাশ হলে তার একটি গান হলেও সেই অ্যালবামে থাকত। ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তিনি।

অনেক দিন ধরে আড়ালে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে একটা স্কুলে পড়ছে। মাঝেমধ্যে তিনি দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার। গোপালগঞ্জ শহরের গেটপাড়া পুরাতন পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট। ১৯৬৫ সালের ১ আগস্ট গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫