Logo
×

Follow Us

বিনোদন

ভাইরাল গান দিয়ে টিকে থাকা কষ্টকর হতো: কণ্ঠশিল্পী কনা

Icon

এন ইসলাম

প্রকাশ: ১৮ মে ২০২৪, ২২:৪৫

ভাইরাল গান দিয়ে টিকে থাকা কষ্টকর হতো:  কণ্ঠশিল্পী কনা

দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। নাটক-সিনেমা ও অডিও-তিন মাধ্যমেই তিনি নিয়মিত গান করছেন। শ্রোতাদেরও একের পর এক জনপ্রিয় গান উপহার দিচ্ছেন তিনি। গেল ঈদে সিনেমা থেকে যে গানগুলো শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে তার মধ্যে একটি কনার ‘ভাইরাল বেবি’ শিরোনামের গানটি। গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন এ কণ্ঠশিল্পী। সাক্ষাৎকার নিয়েছেন এন ইসলাম।

নাটক-সিনেমা ও অডিও তিন মাধ্যমেই নিয়মিত গান করছেন। সমসাময়িক অনেকের চেয়েও বেশি ব্যস্ত আছেন। কীভাবে এটি সম্ভব?
আমি পেশার প্রতি শতভাগ মনোযোগী। কখনো ফাঁকি দিই না। গান দিয়েই শ্রোতাদের কাছে আজকের এ অবস্থানে এসেছি। তাই সব সময় চেষ্টা করি ভালো গান করার জন্য। ভালো কিছু পেলে শ্রোতারাও সেটি গ্রহণ করবে এটি সত্য।

ঈদের সিনেমাগুলো থেকে এবার আপনার কণ্ঠেও একটি গান বেশ সাড়া ফেলেছে। গানটি নিয়ে বলুন।
মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমার এ গানটি অল্প সময়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুক রিলস, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। গানটি লিখেছেন জনি হক। একটু ফাঙ্কি কথা ও সুরের গান এটি। সিনেমার গল্পের সঙ্গে মিল রেখেই এ গান তৈরি করা হয়েছে। অনেকেই গানটির প্রশংসা করেছেন। সিনেমার গান একটু ভালো হলেই শ্রোতাদের কাছে সহজে পৌঁছে যায়।

‘ভাইরাল বেবি’ গানের বাইরেও আপনার কণ্ঠে সিনেমার আরও অনেক গান শ্রোতাদের মুখে মুখে শোনা যায়...
এ সময়ের শ্রোতাদের কাছে সিনেমার গানের মধ্যে দিয়েই আমি বেশি পরিচিতি পেয়েছি। ‘দিল দিল’, ‘ওহে শ্যাম’, ‘তুই কি আমার হবি রে’সহ আরও কিছু গান তাকে সব শ্রেণির শ্রোতার কাছে আমাকে পৌঁছে দেয়। আমাদের দেশের সিনেমার গান সব শ্রেণির শ্রোতার কাছে যায়। গেল কয়েক বছর শ্রোতারা আমার সিনেমার গানগুলোই বেশি শুনছেন। বিভিন্ন স্টেজ শোতে সিনেমার এ গানগুলো করতে হচ্ছে।

গুঞ্জন আছে সিনেমার গানে একটা সিন্ডিকেট আছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?
আগের সময়টা এখন আর নেই। এটা আমরা সবাই জানি। একই সিনেমায় কণ্ঠশিল্পীদেরও একটা প্রতিযোগিতা হতো। কার চেয়ে কে কত ভালো গান দিতে পারবে এ প্রতিযোগিতা। কিন্তু এখন যার সঙ্গে যার সম্পর্ক ভালো সে তাকে নিয়েই গান করছে। অবশ্য এটা আগেও ছিল। কিন্তু এর প্রভাব এত বেশি ছিল না। 

সিনেমার গান ছাড়া নাটকেও নিয়মিত গান করছেন। এখানেও বাজিমাত করেছেন। নাটকের গান নিয়ে কি কিছু বলবেন?
‘প্রেম অল্প স্বল্প’’, ‘পরান’, ‘ভালোবাসা এমনই মায়া’, ‘সখী তোমারে বাঁধিবো’সহ আরও কিছু নাটকের গান শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। একটা সময় সিনেমার গানগুলোই শ্রোতাদের কাছে বেশি সাড়া ফেলত। কিন্তু এখন সময় পাল্টে গেছে। সিনেমার বাইরে নাটকেও অনেক ভালো কথা ও সুরের গান হচ্ছে। এগুলো শ্রোতারাও শুনছেন। ইউটিউবের এ যুগে আমাদের নাটক নির্মাণেও অনেক পরিবর্তন এসেছে। নির্মাতারা গানের ব্যবহার শুরু করেছেন। শিল্পী হিসেবে আমার কাছে ভালো গানই মুখ্য বিষয়। কারণ ভালো গান হলে শ্রোতারা সেটি শুনবেই। 

এ সময়ের অনেক গানই আজকাল ভাইরাল হচ্ছে। এ ভাইরালকে কীভাবে দেখছেন?
এটিকে খারাপভাবে দেখার কিছু নেই। এটা সময়ের দাবি। তবে আমার ক্ষেত্রে বিষয়টা অন্য রকম। আমার আগে থেকে কিছু ভালো গান থাকার কারণে শ্রোতাদের সঙ্গে কানেক্ট হতে পেরেছি। না হয় আমার জন্য এখনকার ভাইরাল গান দিয়ে টিকে থাকা কষ্টকর হতো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫