
অভিনেতা জনি ওয়াক্টর। ফাইল ছবি
হলিউডের জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা জনি ওয়াক্টরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স হয়েছিলো ৩৭ বছর।
শনিবার (২৫ মে) জনপ্রিয় অভিনেতাকে খুনের ঘটনা ঘটে।
চোরেরা চুরি করতে গিয়ে অভিনেতাকে খুন করেছে বলে জানা গেছে। এক সাক্ষাত্কারে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানিয়েছেন, তার সন্তানকে হত্যা করেছে তিন দুষ্কৃতকারী।
জানা গেছে, ২৫ মে ভোরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন জনি। এসময় তার এক বন্ধুর নজর যায় অভিনেতার গাড়ির দিকে। তিনজন অজানা ব্যক্তি গাড়ির কাছে ঘোরাঘুরি করছিলো। অভিনেতার গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরি করার চেষ্টা করছিলো তারা। তখনই দুষ্কৃতকারীরা অভিনেতাকে গুলি করে।
অভিনেতার মায়ের অভিযোগ, চোরদের চুরি করতে দেখেও তার ছেলে কিছু বলেননি। তাও তাকে হত্যা করা হয়েছে।
অভিনেতাকে গুলি করার পর ওই তিন দুষ্কৃতকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে হলিউডের বহু অভিনেতা শোক প্রকাশ করেছেন।