Logo
×

Follow Us

বিনোদন

‘বউ আমার চেয়ারম্যান-২’

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১৯:০৬

‘বউ আমার চেয়ারম্যান-২’

কণ্ঠশিল্পী প্রমিত। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী প্রমিত ২০০৯ সালে ‘বউ আমার চেয়ারম্যান’ শিরোনামের অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে দারুণ সাড়া ফেলেন। অ্যালবামে ‘টুনির মা’সহ আরও কয়েকটি গানের পাশাপাশি টাইটেল গানটিও সে সময় শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেন। দীর্ঘদিন পর এ গানটির সিক্যুয়াল ‘বউ আমার চেয়ারম্যান-২’ নিয়ে আসছেন বলে শিল্পী জানান।

গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ। এটি প্রমিত তার নিজের ইউটিউব চ্যানেলেই ঈদে প্রকাশ করবেন। 

গানটি প্রসঙ্গে প্রমিত বলেন, ‘আমার সে সময়ের জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি অন্যতম। সে অ্যালবামের ‘টুনির মা’ গানটির সিক্যুয়াল হয়েছে। কিন্তু এ গানটি করা হয়নি। অনেক শ্রোতাই এ গানটির সিক্যুয়াল করার জন্য অনুরোধ করেছেন। তাই এবার ঈদে নতুন এ গানটি নিয়ে আসছি। আশা করছি আগের গানটির মতোই এটিও সবার ভালো লাগবে।’ 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫