Logo
×

Follow Us

বিনোদন

ঈদে নকশি পিঠা বানাব: শিরিন শিলা

Icon

মোহাম্মদ তারেক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ২২:০৯

ঈদে নকশি পিঠা বানাব: শিরিন শিলা

চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শিরিন শিলা। শুটিং, ডাবিং ও আনুষঙ্গিক কাজে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। প্রথমবার তিনি হেঁটেছেন র‍্যাম্পে। নতুন অভিজ্ঞতা হয়েছে তার। ঈদের ভাবনা ও কাজের বিষয়ে আলাপ করেছেন এ গ্ল্যামারকন্যা। আলাপচারিতায় মোহাম্মদ তারেক। 

কদিন বাদে কোরবানির ঈদ। কী পরিকল্পনা করছেন?

ঈদের পরিকল্পনা নেই। গরু কিনব। প্রতিবার আফতাবনগর থেকে গরু কিনি। এ বছর এখানে হাট বসছে না। তাই অন্য জায়গা থেকে কিনতে হবে। দিনের অধিকাংশ সময় গরু কোরবানির পরবর্তী কাজে কেটে যাবে। গরু কোরবানি দেওয়াটাই আনন্দের। এবার ঈদ বিশেষ কিছু। কারণ ১৭ জুন আমার ভাইয়ের ছেলের প্রথম জন্মদিন। কাকতালীয়ভাবে এবার ঈদের দিন পড়েছে। তাই বাসায় বিশেষ আয়োজন হতে পারে। 

ঈদে রান্না করেন?

ঈদের দিন রান্নাঘরে যাই না। আম্মুই দেখেন এসব। আমি ঈদের পর যে কোনো একদিন রান্না করি। ঈদের দিন অবশ্য সেমাই রান্না করা হয়। স্পেশাল নকশি পিঠা বানাই।

ঈদের কেনাকাটা কেমন হয়েছে?

রোজার ঈদে এত শপিং করেছি যে, অনেক ড্রেস পরা হয়নি। তা ছাড়া বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড থেকে গিফট আসে। আমার না লাগলেও পরিবারের অন্য সদস্যদের জন্য শপিং করতে হয়।

সম্প্রতি ঢাকা ফ্যাশন ডে-তে র‍্যাম্পে হেঁটেছেন। অভিজ্ঞতা কেমন ছিল?

আমি এবারই প্রথম র‍্যাম্পে হাঁটলাম। ট্র্যাডিশনাল লুকে ছিলাম। ভালো লাগছে। সবাই প্রশংসা করছে। আগামীতে ভালো কোনো অফার আসলে চেষ্টা করব।

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

ওয়েব ফিল্ম ‘স্বয়ম্বর’-এর শুটিং শেষ হয়েছে। ভালোবাসা, প্রেম, রোমান্সে ভরপুর একটি কাহিনি। গল্পটি অনেক সুন্দর। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তানিম আহমেদ। এটির ডাবিং বাকি। একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি দেওয়া হবে। সেলিম রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’- এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে। পরের লটের ডেট দিতে পারছি না। অর্ধেক কাজ শেষ করেছি। এ সিরিজে অনেকগুলো মেয়ের গল্প তুলে ধরা হবে। একেকজন মেয়ের জীবন সংগ্রাম উঠে আসবে কয়েকটি গল্পে। এর মাঝে ছায়াছবি ‘ভালোবাসি তোমায়’-এর ডাবিং শেষ করেছি। শিগগির ‘যাযাবর’ ছবির শুটিং শুরু হবে। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর কাজ আছে। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে।

সোশ্যাল মিডিয়ায় লোকজন বলে, সব সময় শুটিং করেন কিন্তু সিনেমা মুক্তি পায় না। এ বিষয়ে আপনার অবস্থান কী?

যারা এসব বলে তারা সিনেমা দেখে না। কোনো খোঁজখবর রাখে না। আমার কাজ নিয়ে তাদের আইডিয়া নেই। এ বছর মুক্তি পেয়েছে ‘শেষ বাজি’। বছর তো এখনো শেষ হয়নি। ঈদের পর মুক্তি পাবে ‘নদীর জলে শাপলা ভাসে’। আমার পাঁচটি সিনেমার সেন্সর হয়ে আছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। এর আগে গেল বছরের শুরুতে (২০২২ সালের ৩০ ডিসেম্বর) মুক্তি পায় এম সাখাওয়াত হোসেনের ‘বীরাঙ্গনা ৭১’ ও বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসে মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙ্গা সংসার’। আমি তো নাটক করি না। সিনেমা করলে প্রতিনিয়ত পর্দায় হাজির হওয়া যায় না। এর জন্য সময় লাগে। একটি সিনেমার পর্দায় আসার আগে অনেক ধাপ পেরিয়ে আসে। তাই এ ধরনের কথা যারা বলে তারা না জেনে বলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫