Logo
×

Follow Us

বিনোদন

প্রতিষেধক তৈরিতে রক্ত দিতে চান সুস্থ হ্যাঙ্কস-রিটা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১০:০৭

প্রতিষেধক তৈরিতে রক্ত দিতে চান সুস্থ হ্যাঙ্কস-রিটা

টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন

অস্ট্রেলিয়ায় শুটিং করতে গিয়ে গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। 

আপাতত সুস্থ এই তারকা দম্পতি। সেরে ওঠার পরেই করোনার প্রতিষেধক তৈরির গবেষণায় নিজেদের প্লাজমা দিতে চেয়েছেন তারা। গত সপ্তাহেই এ কথা জানিয়েছেন ওই দম্পতি।

গায়ক এলভিস প্রেসলির জীবনী নিয়ে তৈরি সিনেমার শুটিং করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টম ও রিটা। সেখানেই করোনায় আক্রান্ত হন তারা। মার্চের প্রথম দিকে লস অ্যাঞ্জেলেসে ফিরেও আসেন। তারপর প্রায় দুই সপ্তাহ কোয়রান্টিনে ছিলেন। 

টম বলেন, অনেকেরই প্রশ্ন, আমরা এখন কী করছি! সম্প্রতি আমরা জানতে পেরেছি, এই কভিড-১৯-এর অ্যান্টিবডি নাকি আমরা শরীরে নিয়েই ঘুরছি। তারপরেই মনে হয়েছে, আমরা তো রক্ত দিতে পারি। প্লাজমা দিতে পারি। 

মজা করে অভিনেতার মন্তব্য, যদি তাদের রক্ত দিয়ে করোনা প্রতিষেধক তৈরি হয়, তবে তার নাম রাখা হোক ‘হ্যাঙ্ক-সিন’।

আক্রান্ত হওয়ার পরেই টম-রিটা জানান, কী ভাবে তারা সংক্রমিত হলেন, তা এখনো জানেন না। এখন অবশ্য দুইজনেই সম্পূর্ণ সুস্থ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫