Logo
×

Follow Us

বিনোদন

কারুশিল্পীদের সাহায্যের আহ্বান তিশার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১৪:১৫

কারুশিল্পীদের সাহায্যের আহ্বান তিশার

নুসরাত ইমরোজ তিশা।

করোনা মহামারিতে অসহায় দিন যাপন করছেন কারুশিল্পীরা। তাদের হাতে কোনো কাজ নেই, নেই আয়। তাই গ্রামীণ কারুশিল্পীদের সাহায্যের জন্য উদ্যোগ নিয়েছে বাগডুম ও বিদ্যানন্দ। সেই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন নুসরাত ইমরোজ তিশা। 

তিশা তার ফেসবুক পেইজে বিকাশ নম্বর ও দুটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শেয়ার করেছেন।

সাহায্যের আহ্বান জানিয়ে এই অভিনেত্রী লেখেন, আসুন, গ্রামীণ কারুশিল্পীদের পাশে দাঁড়াই। বাগডুমের ১৫০১২০২৪১৯২৮৯০০১ এবং বিদ্যানন্দের ০২২১৩৩০০১৬১৯৯-এই কারেন্ট দুই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে যে কেউ টাকা পাঠিয়ে info@bagdoom.com এ জানিয়ে দিলে তা সংগ্রহ করবে প্রতিষ্ঠান দুটি।

এদিকে, করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায়দের সাহায্য করতে ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন তিশা। এরই মধ্যে বেশ কিছু মানুষের পাঁশে দাড়িয়েছেন তিনি। মানুষের কল্যাণে যেন আরো বেশি করে সম্পৃক্ত হওয়া যায়, সেই লক্ষ্যে নিজের বিশেষ শাড়ি নিলামে তুলছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫