Logo
×

Follow Us

বিনোদন

ইমরানের ইসলামী গান ‘আল্লাহ মেহেরবান’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১০:৩১

ইউটিউবে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী ইমরানের ইসলামী গান ‘আল্লাহ মেহেরবান’। ভিন্ন আবহের এই গানটি প্রকাশ করেছেন সিএমভি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটির স্থিরচিত্র ভিডিও প্রকাশ করা হয়।  

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন ইমরান নিজেই।গানটিতে ব্যবহার করা হয়নি কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট। পুরো গানটি ইমরান খালি কণ্ঠে গেয়েছেন।

গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘গানটির সুর বেশ আলাদা। জিকিরের একটা ফিল আছে। আশাকরি সবার ভালো লাগবে।’

ইমরান বলেন, ‘এই সময়টায় মানুষ ইসলামী গান শুনছে বেশ। দুদিন আগে আমাদের আরেকটি গান প্রকাশ হয়, ভালো সাড়া পেয়েছি। এই গানটিও খালি কণ্ঠে গাওয়া। এটি শোনার সময় শ্রোতাদের মনে এক ধরনের শিহরণ জাগবে। গানটি ধর্মপ্রাণ শ্রোতাদের পছন্দের তালিকায় আসবে বলে বিশ্বাস।’

এর আগে পহেলা রমজানে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় রবিউল ইসলাম জীবন-ইমরান মাহমুদুল জুটির প্রথম ইসলামী গান ‘করো এবাদত’। প্রথম তিন দিনেই এটি অতিক্রম করেছে তিন লাখ ভিউয়ের ঘর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫