
নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু। ফাইল ছবি
টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের মাধ্যমে দর্শকমহলে খ্যাতি লাভ করা তরুণ ও প্রতিভাবান নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকার গুলশান এলাকায় থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তাকে।
নির্মাতা রাফাত মজুমদারকে আটকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা খায়রুল বাসার।
এ অভিনেতা ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন, তারাও তা ভালো করেই জানার কথা।’
‘নির্মাতা রিংকুকে কেন, কী কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। শিগগিরই নির্মাতা রিংকুকে মুক্তি দেয়া হোক।
উল্লেখ্য, সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন এবং নতুন ধাঁচের নির্মাণের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নির্মাতা রাফাত মজুমদার। ব্যতিক্রমভাবে গল্প তুলে ধরার জন্য তরুণদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। কখনো রোম্যান্স, থ্রিলার এবং সামাজিক বিভিন্ন সমস্যা নির্ভর গল্প তার। এ জন্য বেশ প্রশংসিতও তিনি।