Logo
×

Follow Us

বিনোদন

‘মায়া’ ছড়ালেন সারিকা

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৯

‘মায়া’ ছড়ালেন সারিকা

ছোটপর্দার অভিনেত্রী সারিকা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে এসেছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘মায়া’। রায়হান রাফি পরিচালিত এ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত সোমবার সিনেমাটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয় মহাখালীর সিনেপ্লেক্সে। 

প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা, সিনেমার নির্মাতা, কলাকুশলীসহ আরও অনেকে। উপস্থিত সবার মধ্যে এ অভিনেত্রী তার অভিনয় দিয়ে মায়া ছড়ান। পুরো সিনেমায় তার অনবদ্য অভিনয়ে উপস্থিত সবাই চমকে যান। পর্দায় তাকে দেখা গেছে নানা রকম চরিত্রে। কখনো একজন মায়ের ভূমিকায়, কখনো একজন চাকরিজীবী, কখনো বা একজন স্বামীর জন্য সব ত্যাগ করা স্ত্রীর চরিত্রে দর্শকের মনে দাগ কাটেন তিনি। চরিত্রটির জন্য অভিনেত্রী নিজেও চ্যালেঞ্জ নিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ‘এ সিনোময় একই চরিত্রে আমাকে নানা রকম ভূমিকায় পর্দায় আসতে হয়েছে। এটি আমার জন্য চালেঞ্জের ছিল। তবে আমি নির্মাতা যেভাবে চেয়েছেন সেভাবেই কাজ করেছি। ভালো কাজের জন্য সব ধরনের কষ্ট করতে চাই। হয়ত সে কারণেই আমার চরিত্রটি নিয়ে সবাই প্রশংসা করছেন।’

সারিকাকে প্রথম ওয়েবে দেখা যায় অ্যানথোলজি সিনেমা ‘ক্যাফে ডিজায়ার’-এ।

এদিকে ‘রেহানা মরিয়ম নূর’ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ সম্প্রতি সারিকাকে নিয়ে একটি প্রকল্পের শুটিং শেষ করেছেন। এটি নিয়ে এখনই কিছু জানাতে চান না তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫