Logo
×

Follow Us

বিনোদন

ঢাকায় ‘জোকার ২'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৫০

ঢাকায় ‘জোকার ২'

জোকার। ছবি: সংগৃহীত

আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সেগুলোতে দেখা যাবে ‘জোকার ২ যার অফিসিয়াল নাম ‘জোকার: ফোলি আ দ্যু। ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশে কিছুটা দেরিতে এসেছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

পাঁচ বছর আগে ‘জোকার সিনেমায় মুগ্ধ দর্শক পরবর্তী সিক্যুয়েল দেখার জন্য কতটা মুখিয়ে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। টড ফিলিপসের এই ছবি বিশ্বব্যাপী যে আলোড়ন তুলেছিল তাতে দ্বিতীয় ছবির আকাঙ্ক্ষা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। অবশেষে সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে।

টড ফিলিপসের পরিচালনায় ২০১৯ সালে নির্মিত হওয়া ছবি ‘জোকার বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড সিনেমা হয়ে উঠেছিল। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন ‘ট্যাক্সি ড্রাইভার, ‘হারখ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে।

গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পায় মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি। পরিচালক টড ফিলিপসের কাছে এই নির্মাণ যেমন গর্বের, তেমনই অভিনেতা ফিনিক্সের জীবনেও জোকার চরিত্র এক মাইলস্টোন। যে কারণে অস্কার-মঞ্চে সেরা অভিনেতার সম্মান জিতেছিলেন তিনি।

‘জোকার ২-এর পাশাপাশি একই দিনে আরও দুটি হলিউডের ছবি মুক্তি দিচ্ছে তারা। ছবিগুলো হলো, কল্পকাহিনী ভিত্তিক ভৌতিক ছবি ‘এলিয়েন: রোমুলাস এবং ‘ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘ট্রান্সফরমারস ওয়ান। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া ছবিগুলো দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫