Logo
×

Follow Us

বিনোদন

এক দশক পর সুখবর দিলেন ক্যামেরন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১৯:২০

এক দশক পর সুখবর দিলেন ক্যামেরন

ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রায় দশ বছর আগে অভিনয় থেকে বিদায় নেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে ‘অ্যানি’ ছবিতে হাজির হয়েছিলেন এই তারকা। আর কখনোই তাকে অভিনয় করতে দেখা যাবে না বলে মন খারাপ করেছিলেন ভক্তরা।

তবে সুখবর হলো, এক দশকের বিরতি কাটিয়ে ক্যামেরন ডিয়াজ ফিরছেন রুপালি পর্দায়। আগামী বছর মুক্তি পেতে যাওয়া ‘ব্যাক ইন অ্যাকশন’ ছবিতে তাকে দেখা যাবে অভিনেতা জেমি ফিক্সের সঙ্গে।

কেন ছেড়েছিলেন অভিয়? ক্যামেরন বলেন, ‘আমার নিজের জন্য কিছু করার ছিল। যেখানে আমি আমার ব্যক্তিগত জীবনটাকে গড়তে চাই। সে জীবনের জন্য অভিনয় থেকে দূরে থাকা খুব কঠিন হলেও সিদ্ধান্তটি সঠিক বলে মনে হয়েছিল। এর জন্য আমি সত্যিই অন্যকোনো কিছু নিয়েই খুব বেশি চিন্তা করিনি। নিজের মতো করে একটা জীবনকে কেবল তৈরি করেছি।’

এদিকে ফিরে আসার কারণ ব্যাখ্যা করে ক্যামেরন বলেন,  ‘আমি জেমিকে না করতে পারিনি। ওর সঙ্গে আমার সম্পর্কটা স্পেশাল। দুটি সিনেমা করেছি আমি তার সঙ্গে। তাই যখন সে আরেকটি গল্প নিয়ে এলো আমি বললাম, ‘ঠিক আছে, এটা করা যাক’। নেটফ্লিক্সের কাজটি দর্শকের জন্যও দারুণ কিছু হবে।’ নেটফ্লিক্সে ‘ব্যাক ইন অ্যাকশন’ প্রচার হবে আগামী বছরের জানুয়ারিতে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫