
অভিনেত্রী ও গায়িকা নাওমি স্কট। ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকার সিনেমা হলে মুক্তির পরপরই বক্স অফিসে ২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে স্মাইল-২। ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা নাওমি স্কটের সর্বশেষ চলচ্চিত্র এটি। ইতোমধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে স্মাইল-২-তে তার অভিনয়। অনেকে বলছেন হরর জনরার চলচ্চিত্রে একের পর এক সাফল্যে অস্কার পাওয়ার দাবি বাড়ছে নাওমির।
২০২২ সালে হলিউডের নির্মাতা পার্কার ফিনের স্মাইল চলচ্চিত্রটি মুক্তি পায়। পরে এই হিট ছবির সিকুয়েল হিসেবে স্মাইল-২ নির্মাণ করলেন তিনি। চলচ্চিত্রটিতে স্কাইয়ি রিলে নামে এক পপস্টারের চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। সড়ক দুর্ঘটনায় নিজের মতোই বিখ্যাত প্রেমিককে হারিয়ে ক্যারিয়ারে ফেরার চেষ্টা করছে স্কাইয়ি। তবে এক রাতে পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর ভৌতিক হাসির মুখোমুখি হয় সে।
সিনেমার পরিচালক পার্কার ফিন নিজেও মনে করেন নাওমি অস্কার পাওয়ার যোগ্য।
হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নাওমি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। তিনি স্মাইল-২-এ অসাধারণ অভিনয় করেছেন। যদি আমি কোনো পুরস্কার কমিটিতে থাকতাম, তা হলেও নিরপেক্ষভাবে বলতে হবে যে তিনি অবশ্যই বিবেচনার যোগ্য। তাই আমি আশা করি চলচ্চিত্র শিল্প তার স্বীকৃতি দিতে শুরু করবে।’
স্মাইল-২ চলচ্চিত্রটিতে কণ্ঠও দিয়েছেন নাওমি। এ ছাড়া সিনেমার ছয়টি গানের মধ্যে দুটি তার লেখা। এই গানগুলোর বেশিরভাগ তিনিই গেয়েছেন। স্মাইল চলচ্চিত্রটির ব্যাপক প্রচারের কারণে এটি বাজেটের ১৩ গুণ আয় করেছিল। এর প্রচার কৌশল হিসেবে বেজবল খেলার মাঠে ভৌতিক হাসির মেকআপ নেওয়া লোক রাখা হয়েছিল। স্মাইল-২ নিয়েও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তবে নিজেকে চলচ্চিত্রটির মূল চরিত্র স্কাইয়ি রিলের সঙ্গে গুলিয়ে না ফেলতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন নাওমি।
হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি বলব দয়া করে আমাকে দেখে ভৌতিক হাসি দেবেন না! আপনার সঙ্গে বসে আমি আবহাওয়া, সংগীত, আপনার নানি-দাদিকে নিয়ে কথা বলব। তবুও আমাকে দেখে হাসবেন না। আমিও খুবই চটপটে ও সংবেদনশীল ব্যক্তি। তাই দয়া করে আমার সঙ্গে এমনটা করবেন না।’
স্মাইল-২-তে নিজের অভিনয় করে বেশ গর্বিত নাওমি। তিনি বলেন, ‘আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছি, কিন্তু আমি ভালো আছি। আমি সত্যিই খুব খুশি এবং কৃতজ্ঞ। আমি এমন কিছুর প্রচার করতে পারব যা আমার জন্য গর্বের এবং ভালোবাসার। ভবিষ্যতে আমার বাচ্চাদের দেখাতে পারব এবং বলতে পারব, দেখো তোমার মা কী করেছিল।’ এর আগে আলাদিন (২০১৯), পাওয়ার রেঞ্জারস (২০১৭), চার্লিস এঞ্জেলস (২০১৯), দি মার্টিয়ানসহ (২০১৫) বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন নাওমি।