
মিছিলের একটি দৃশ্য
বিএফডিসিতে দীর্ঘদিন ধরে কোনো শুটিং নেই। বিশেষ করে ৫ই আগষ্ট
সরকার পরিবর্তনের পর এফডিসিতে সংগঠন তৈরী নিয়েই সবাই ব্যস্ত সময় পার করছে। এফডিসি আবার
কবে জাকজমক হবে সেটিও কেউ নিশ্চিত নন।
এদিকে বিএফডিসি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার করপোরেশনের অভ্যন্তরে বিএফডিসি জাতীয়তাবাদী এমপ্লয়ীজ এসোসিয়েশন নেতৃবৃন্দ সভা ও মিছিল করে। বিগত মাসসহ চলতি মাসের বেতন না পাওয়ায় এর কর্মকর্তা-কর্মচারীদের মানবতর জীবন-যাপনের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান তারা।
এসময় অতিদ্রুত বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত কর্তারা বক্তব্য রাখেন। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্যমূলক আচরণ এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য মিছিলও করেন তারা। বিগত দিনের আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কর্মকর্তার বিচার ও অপসারণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।
জাতীয়তাবাদী এমপ্লয়ীজ এসোসিয়েশনের নেতৃবৃন্দরা অতিদ্রুত প্রকল্পগুলোর কাজ শেষ করে এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন লাইট, ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ের মাধ্যমে বিএফডিসিকে প্রযুক্তিগত উন্নয়ন কথা বলেন।
বিএফডিসি জাতীয়তাবাদী এমপ্লয়ীজ এসোসিয়েশন সভায় বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো: সাইফুল রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম সাঈদ, সাবেক নেতৃবৃন্দ মো: আলাউদ্দিন, মো: নজরুল ইসলাম, মো: মাহফুজ আহমেদসহ অনেকে।