Logo
×

Follow Us

বিনোদন

কী কারণে নায়ক হিসেবে সফল হতে পারেননি জয়

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১৫:৫২

কী কারণে নায়ক হিসেবে সফল হতে পারেননি জয়

শাহরিয়ার নাজিম জয়। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। টিভি নাটকের মধ্য দিয়ে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। শুধু টিভি নাটকে নয়, সিনেমাতেও তিনি অভিনয় করেন। তবে মাঝে অভিনয় থেকে সরে এসে উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েন এ অভিনেতা। ভিন্ন রকম উপস্থাপনায় তিনি আলোচনা-সমালোচনার মুখেও পড়েন।

বর্তমানে উপস্থাপনাতেও বেশি দেখা যায় তাকে। অভিনয়ে খুব সীমিত। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ত্রিভুজ’ ওয়েব ফিল্মে। এদিকে একটা সময় টিভি নাটকে তিনি যতটা জনপ্রিয় ছিলেন ঠিক সেভাবে সাড়া ফেলতে পারেননি সিনেমায়। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এটি স্বীকার করেন।

তার অভিনীত একটি সিনেমা ‘গ্রাম গঞ্জের পিরিতি’। গতকাল এটির ইউটিউব লিংক ফেসবুকে শেয়ার করে নিজের সে ভুলের কথা জানান। তিনি বলেন, ‘এই ছবির কাহিনী এবং দৃশ্য পরিকল্পনা আমার। অর্থাৎ কোন দৃশ্যের পর কোন দৃশ্য হবে তা আমি সাজিয়েছি।ছবিটি দারুন। এই ছবিটি দেখেননি এমন মানুষ ওই সময় কম ছিল। ছবিটি দুর্দান্ত হলেও  সিনেমা হলে প্রচার ছাড়া হুট করে রিলিজ দিয়ে দেওয়া আমার একটি ভুল সিদ্ধান্তএই ছবিটি সিনেমা হলের দর্শক টানতে পারেনি। কিন্তু পরবর্তীতে প্রায় দশটা ইউটিউব চ্যানেলে এই ছবিটি প্রায় পাঁচ কোটি লোক দেখেছে। টেলিভিশনে প্রচার হয়েছে কমপক্ষে ২০ বার।

সিনেমাটি মুক্তির আগে তার পরিবারের সদস্যরাও দেখেন বলে জানান। তার ভাষ্য, ‘এই ছবিটি আমরা মুক্তির আগে এফডিসিতে পরিবারের সব সদস্য মিলিয়ে একসাথে দেখেছিলাম। আমার বাবা এই ছবিটি দেখে বলেছিলেন ছবিটি পাঁচ কোটি টাকা ব্যবসা করবে। তিনি এতটা খুশি হয়েছিলেন ছবিটি দেখে। যদি এই ছবিটি সিনেমা হলে ইউটিউব এর মতো সাড়া ফেলতে পারতো তাহলে সিনেমার নায়ক হিসেবে আমার ক্যারিয়ার টা অন্যরকম হয়ে যেতে পারত।’

তিনি আরও বলেন, ‘ আরেকটি কথা এই যে ইউটিউবের ছবির পোস্টারে আমাকে দেখেন এগুলো সব আমি যখন উপস্থাপনা করি হিট হয়েছি তখন কোম্পানিগুলো আমার ছবি বড় করে বসিয়েছে এর আগে ইউটিউবে এই ছবিগুলো চলতো ঠিকই সেখানে আমার ছবি থাকতো একদম ছোট কিংবা থাকতোই না। অর্থাৎ পৃথিবী বড় নিষ্ঠুর। মানুষ ইঞ্চি ইঞ্চি হিসাব করে আপনাকে মূল্যায়ন করে। কিন্তু দয়া করে আল্লাহ। যাকে উপরে উঠান তিনি না চাইলে তাকে কেউ নামাতে পারেন না।’

 

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫