Logo
×

Follow Us

বিনোদন

আজ মৌসুমীর জন্মদিন

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪১

আজ মৌসুমীর জন্মদিন

অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। ছবি: সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। আজ (৩ নভেম্বর) তার জন্মদিন। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা।

নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা ও গায়িকা হিসেবেও সুনাম অর্জন করেছেন এ অভিনেত্রী। তবে নিজেকে তিনি কেবল একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এই তারকা শুরু থেকেই বলে আসছেন, ‘বড় নয়; ভালো অভিনেত্রী হতে চাই।’ ঢাকাই সিনেমায় কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। 


১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় আসেন তিনি। এতে তিনি নায়ক হিসেবে পান নবাগত সালমান শাহকে। দুজনই প্রথম সিনেমা দিয়ে তারকাখ্যাতি অর্জন করেন। তবে পরবর্তী সময় এ অভিনেত্রী জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা ওমর সানীর সঙ্গে। ‘দোলা’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’সহ অনেকগুলো সিনেমা তারা একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন।


এরপর তাকে দীর্ঘ সময় প্রয়াত নায়ক মান্নার বিপরীতে দেখা যায়। এ জুটির ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ঢাকাইয়া মাস্তান’সহ আরও অনেকগুলো সিনেমা ব্যবসাসফল হয়। রুবেল, ইলিয়াস কাঞ্চন, শাকিল খান ও ফেরদৌসসহ অনেকের সঙ্গে অভিনয় করেও মৌসুমী সফল হয়েছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫