
নুসরাত জাহান।
রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি পোস্ট করেন নুসরাত জাহান। এরপর তাকে পড়তে হয়েছে ট্রোলের মুখে। তার বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগও।
আনন্দবাজার পত্রিকা জানায়, ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক শিল্পী পেনসিল ও কলম দিয়ে রবি ঠাকুরের একটি স্কেচ এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই একই ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরাত, সঙ্গে নিজের ছবি জুড়ে দেন।
এই পোস্টে মূল ছবির শিল্পীর কোনো উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং।
এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিলো না। এরকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিলো না, যেখানে আমি নিজে একজন শিল্পী।’’
নুসরাত ২০১১ সালে ‘শত্রু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর ‘খোকা ৪২০’, ‘জামাই ৪২০’, ‘খিলাড়ি’সহ আরো অনেক ছবিতে অভিনয় করেন। নুসরাতকে সর্বশেষ দেখা গেছে ‘অসুর’ ছবিতে।