Logo
×

Follow Us

বিনোদন

লকডাউন অমান্য করায় পুনম পান্ডে গ্রেফতার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ১০:৩৪

লকডাউন অমান্য করায় পুনম পান্ডে গ্রেফতার

অভিনেত্রী-মডেল পুনম পান্ডে।

লকডাউন ভঙ্গের অভিযোগে অভিনেত্রী-মডেল পুনম পান্ডেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। 

রবিবার (১০ মে) তাকে গ্রেফতার করা হয়েছে করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।

জানা যায়, লকডাউন ভেঙে নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। স্বভাবতই তার গাড়ির গতিরোধ করে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে পুনম পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।

গত ফেব্রুয়ারিতে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনমের আইনি লড়াইয়ের খবর শিরোনামে এসেছিলো। রাজের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী।

ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৭১। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫