-675d2f46a4f46.jpg)
‘ছবি কথা বলে’ নাটকে সালাহ খানম নাদিয়া ও সাব্বির আহমেদ
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালা বিশেষ আয়োজনে সাজানো হয়েছে। এ আয়োজনে থাকছে আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নাটক। ১৬ ডিসেম্বর সোমবার রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ছবি কথা বলে’।
‘ছবি কথা বলে’ নাটকের একটি দৃশ্য
কাজী আসাদের রচনায় প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া ও সাব্বির আহমেদ। এছাড়া আরও আছেন কাজী আসাদ, মোমেনা চৌধুরী, একে আজাদ সেতু, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমানসহ আরো অনেকে।
নাটকে দেখা যাবে- আব্দুস সালাম একজন মুক্তিযোদ্ধা। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লবকে সমর্থন করেন। আব্দুস সালামের ঘরে একাত্তরের মুক্তিযুদ্ধের ছবির পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের ছবিও রয়েছে। তারমধ্যে একটি বিশেষ ছবি রয়েছে যেটা শর্টগানের একটি বুলেট বাঁধানো আর একটি বুলেটের জায়গা ফাঁকা।
‘ছবি কথা বলে’ নাটকের একটি দৃশ্য
শহর থেকে গ্রামে বেড়াতে আসা এ প্রজন্মের কয়েকজন ছেলে-মেয়ে ছবিটি
দেখে এ ব্যাপারে জানতে চায়। তখন আব্দুস সালাম স্মৃতিকাতর হয়ে ফিরে যান একাত্তরের মুক্তিযুদ্ধের
সময়ে। তাদেরকে জানান, স্টেনগানের এ গুলিটি তিনি প্রেমিকাকে উপহার দিয়েছিলেন। চেয়েছিলেন
যুদ্ধ শেষে ফিরে এসে তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তবে এই বুলেটের কারণেই পাকিস্তানি
হানাদার বাহিনী তার প্রেমিকাকে সপরিবারে হত্যা করে। এগিয়ে যায় নাটকের গল্প।