Logo
×

Follow Us

বিনোদন

তোসিবার নতুন ধামাকা ‘নয়া বাতাস’

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭

তোসিবার নতুন ধামাকা ‘নয়া বাতাস’

তোসিবা। ছবি: সংগৃহীত

বছরের শেষ সময়ে নতুন ধামাকা নিয়ে এলেন কণ্ঠশিল্পী তোসিবা । সম্প্রতি প্রকাশ হলো তার কণ্ঠে ‘নয়া বাতাস’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। রকিব আলীর কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন বিপ্লব হোসেন।এতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরীসহ প্রায় ১০০ সহশিল্পী।

কাজটি নিয়ে নির্মাতা  বিপ্লব হোসেন বলেন ‘ম্যটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’

মিউজিক্যাল ফিল্মটি নিয়ে অলংকার চৌধুরী ও শিশির সরদার আশাবাদী। রিহার্সেল করা, চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করা থেকে সকল বিষয়ে তারা আন্তরিক ছিল তাই কাজটি দর্শকপ্রিয়তা পাবে এমনটাই প্রত্যাশা করছেন তারা ।

তোসিবা বলেন, বছরের শেষ সময়ে এটি আমার শ্রোতাদের জন্য একটি উপহার। গানটির কথা ও সুরের মধ্যে যেমন নতুনত্ব আছে, তেমনি ভিডিওতে বেশ চমক আছে। এরইমধ্যে অনেকে গানটির জন্য প্রশংসা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫