Logo
×

Follow Us

বিনোদন

ফের স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির ভোট

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫

ফের স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির ভোট

ছবি:সংগৃহীত

গত ২৮ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। কিন্ত হঠাৎ স্থগিত হয়ে যায় সেই নির্বাচন। অবেশেষে আজ শুক্রবার (১০ জানুয়ারি) এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারণে ফের স্থগিত হয়েছে।

জানা গেছে, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নেওয়ার কারণেই বার বার স্থগিত হচ্ছে নির্বাচন। যদিও প্রকাশ্যে কথা কেউ স্বীকার করছেন না। তবে বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় বেশ চর্চা হচ্ছে।

চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন জে রানা বি এইচ নিশান।

এবারের নির্বাচনে দুটি পৃথক প্যানেলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন-আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভূঁইয়া সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ক্রীড়া)

এছাড়া এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে- শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক দুই বারের মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।

অপরদিকে চলতি দায়িত্বে থাকা টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবিরকে সঙ্গে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ক্রীড়া)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫