
শরিফ উদ্দিন। ছবি: সংগৃহীত
সঙ্গীতাঙ্গনে গত কয়েক বছর নতুন নতুন প্রযোজনা প্রতিষ্ঠানগুলোই অডিও গানে সব থেকে বেশি পৃষ্ঠপোষকতা করছে। তারই ধারাবাহিকতায় গত বছর যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান ‘নাটাই মিউজিক’। এটির কর্ণধার ও প্রতিষ্ঠাতা শরিফ উদ্দিন। খুব অল্প সময়ে শিল্পীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে এটিকে গড়ে তুলেছেন তিনি।
নাটাই মিউজিক থেকে প্রকাশ হয় আসিফের ‘ছলনা; গানের মিউজিক ভিডিও
শরিফ উদ্দিন তার মিউজিক কোম্পানিতে দেশের
শীর্ষস্থানীয় ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করেন। তার দক্ষ নেতৃত্ব ও সৃজনশীল
চিন্তাধারা নাটাই মিউজিককে দেশের সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। নতুন
এবং অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে তৈরি নাটাই মিউজিকের প্রতিটি প্রজেক্ট সাফল্যের
নজির স্থাপন করেছে।
শরিফ উদ্দিন নাটাই মিউজিকের প্রতিষ্ঠাতা ও সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উদ্যোগ শুধু ব্যবসায়িক সফলতার উদাহরণ নয়, এটি সংগীতের মান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। এরমধ্যে এ প্রতিষ্টান থেকে আসিফ আকবর, মোহাম্মদ মিলন, পূজাসহ আরও অনেক শিল্পীর গান প্রকাশ হয়েছে।
শরিফ উদ্দিন বলেন,আমি বাংলা গান
নিয়ে কাজ করতে চাই। নাটাই মিউজিকের মাধ্যমে দেশীয় সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবো। আমার বিশ্বাস, বাংলাদেশের সংগীত সারা বিশ্বের মানুষের
কাছে সমাদৃত হবে। নাটাই মিউজিক সেই সেতুবন্ধন হিসেবে কাজ
করবে।
শরিফ উদ্দিনের জন্ম নারায়ণগঞ্জ জেলার
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায়। ছোটবেলা থেকেই তিনি সৃজনশীলতা ও
উদ্যোগী মনোভাব নিয়ে বেড়ে উঠেন।